মুহসিনিন ফান্ড

“তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বল, ‘তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত’ ” - (আল বাকারাঃ ২১৫)

আসুন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সৎকাজের মাধ্যমে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখি।

এখনি ডোনেট করুন

আমাদের সম্পর্কে

মুহসিনিন ফান্ড সৎকর্মশীলদের দ্বারা পরিচালিত, সৎকর্মশীলদের জন্য এবং তাদের সহায়তায় গঠিত একটি উদ্যোগ। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা যাদের সহায়তার কথা বিশেষভাবে বলেছেন, আমরা তাদের নিয়েই কাজ করি। অর্থাৎ মুহসিনিন ফান্ড মূলত নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের সহায়তায় নিয়োজিত। আমাদের প্রতিটি ডোনেশন প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি নির্ভরযোগ্য এডমিন প্যানেল গঠন করা হয়েছে, যার মাধ্যমে দানের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে তার পূর্ণ জবাবদিহিতা রাখা হয়। আমাদের বিশ্বাস, স্বচ্ছতা থেকেই আস্থা গড়ে ওঠে, তাই প্রতিটি লেনদেন ও বণ্টন প্রক্রিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এই ফান্ড মূলত সদ্য দ্বীনে ফেরা কিছু যুবকের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর প্রিয় বান্দাদের সহায়তা করার একটি নিঃস্বার্থ প্রচেষ্টা। আল্লাহ তায়ালা যেন তাদের এই আমল কবুল করেন এবং এতে বরকত দান করেন, আমিন ইয়া রব।

মুহসিনিন ফান্ড কিভাবে কাজ করে?

১। মুহসিনিন ডোনার

মুহসিনিন ডোনার - মানে সৎকর্মশীল দাতা। অর্থাৎ, আমাদের ফান্ডে শুধু তারাই ডোনার হতে পারবেন যাদের ইনকাম হালাল, যারা ব্যক্তি জীবনে সৎ এবং ইনসাফকারী।

২। ডোনেশন

শুধুমাত্র মুহসিনিন ডোনাররাই ফান্ডের ডোনেশন অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন। আপনি চাইলে আপনার সুবিধামতো সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বা বার্ষিক ভিত্তিতে অনুদান প্রদান করতে পারেন। ডোনেশন লেনদেন সফল হলে, আমাদের পাবলিক ডোনেশন তালিকায় আপনার অনুদানটি দেখতে পারবেন।

৩। প্রকৃত হকদারদের বণ্টন

মুহসিনিন ফান্ড শুধুমাত্র নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের সহায়তায় কাজ করে। মুহসিনিন ফান্ড নিশ্চিত করে যে, প্রতিটি ডোনেশন যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রাপকদের মাঝে বণ্টন করা হয়, যাতে আপনার দানের অর্থ সঠিকভাবে তাদের উপকারে আসে যাদের সত্যিকার অর্থে সহায়তার প্রয়োজন।

৪। প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত

মুহসিনিন ফান্ড হলো সৎকর্মশীলদের দ্বারা পরিচালিত, সৎকর্মশীলদের জন্য এবং তাদের সহায়তায় গঠিত একটি উদ্যোগ। আমাদের প্রতিটি ডোনেশন প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার দানের অর্থ কোথায় ও কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার পূর্ণ জবাবদিহিতা আমরা রাখি। আমাদের বিশ্বাস, স্বচ্ছতাই আস্থা তৈরি করে—এই কারণে প্রতিটি লেনদেন ও বণ্টন প্রক্রিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

যোগাযোগ